• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা ওলামা লীগের সভাপতি প্রভাষক ইরান হাজী গ্রেপ্তার

  • Oct 23, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা ওলামা লীগের সভাপতি ও চাতরা আলিয়া মাদদ্রাসার প্রভাষক হাজী মোহাম্মদ মইনুল ইসলাম ইরানকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার অপারেশন ইন্সপেক্টর মো. কবির হোসেন জানান, হাজী মোহাম্মদ মঈনুল ইসলাম ইরান সিআর-১৫৪/১৩ (শিব) মামলার ওযারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চৌডালা এলাকা হতে শিবগঞ্জ থানার এসআই রিপন কুমার দাস ও তার সঙ্গীয ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে হাজী মোহাম্মদ মঈনুল ইসলাম ইরানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান অপেরেশন ইন্সপেক্টর।