• Friday, January 24, 2025

চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের সমাজ সেবক পান্না

  • Oct 23, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সমাজ সেবক চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাঁঠাল বাগিচার বাসিন্দা মরহুম আবুল ফজল খানের মেজ সন্তান মো. ইকবাল আহমেদ খান পান্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে অইন্না ইলাহে রাজিউন)।

তিনি সোমবার দিবাগত রাত ৮ টার দিকে কাঠালবাগিচাস্থ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।  মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হয়।

মো. ইকবাল আহমেদ খান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশে করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, অনলাইন পত্রিকা দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ এর সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন।

ইকবাল আহমেদ খান পান্না দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়া ব্যক্তিত্ব ভাই মো. ইকবাল মনোয়ার খান চান্নাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছন। মরহুমের স্ত্রী জাহানারা বেগম গ্রীন ভিউ স্কুলের সহকারি শিক্ষক ছিলেন বলেও জানা গেছে।