• Friday, January 24, 2025

শিবগঞ্জে অবসরপ্রাপ্ত-বদলি শিক্ষকদের বিদায় ও জঙ্গি-মাদক বিরোধী আলোচনা

  • Oct 24, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত-বদলি জনিত শিক্ষকদের বিদায় সংবর্ধণ ও জঙ্গি-মাদক বিরোধী আলোচনা সভা হয়েছে। শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংসদের আয়োজনে বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুনুন রশিদ (হারুন)র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংসদের উপদেষ্টা অলিদ আহমেদ কমল, মেহেদি হাসান হিমেল ও সভাপতি মো. বারিউল ইসলামসহ সংসদের নেতৃবৃন্দ। সভায় সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা করা হয়। শেষে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বদলি জনিত শিক্ষকদের বিদায় সংবর্ধণ দেয়া হয়।