• Saturday, December 21, 2024

নাচোলে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সৈকত জোয়ার্দার

  • Oct 24, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সৈকত জোয়ার্দার গণসংযোগ করেছেন। দীর্ঘদিন থেকে তিনি নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ করে যাচ্ছেন। এরি অংশ হিসেবে বুধবার সকালে ও বিকেলে নাচোলের বিভিন্ন মহল্লায় নৌকা প্রতীকের জন্য গণসংযোগ করেছেন।

নাচোলের দরবেশপুর, লক্ষিপুর, পাইকড় তলা, খোপরা, পার্বতীপুরে তিনি মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে গণসংযোগ করেছেন। এলাকার নারী-পুরুষ এর সাথে কুশল বিনিময় করেন সৈকত জোয়ার্দার। সামনে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান তিনি। পরে এলাকার একটি ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন করেন। খেলাধুলার ক্ষেত্রে তিনি সবসময় সহায়তা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।