• Saturday, December 21, 2024

ভোলাহাটের বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে সৈকত জোয়ার্দারের গণসংযোগ

  • Oct 25, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সৈকত জোয়ার্দার গণসংযোগ করেছেন। তিনি ভোলাহাট, বড়গাছী বাজার ও জামবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন মহল্লায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ করেন। বৃহস্পতিবার দিনব্যাপি তিনি এসব এলাকায় নৌকা প্রতীকের জন্য গণসংযোগ করেছেন।

এ সময় তিনি সরকারের উন্নয়ন সংবলিত লিফলেটও বিতরণ করেন। এলাকার নারী-পুরুষ এর সাথেও কুশল বিনিময় করেন সৈকত জোয়ার্দার। সামনে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান তিনি।

প্রচারণা ও গণসংযোগ কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব আলী মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, সাবেক সাধারণ সম্পাদক সুরাত জামাল।

আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, জিয়ারুল ইসলাম, আব্দুল হক, আনারুল, ইউসুফসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নের্তৃবৃন্দ। জামবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সৈকত জোয়ার্দারের সাথে সঙ্গী হিসেবে প্রচারণা চালান, অধ্যাপক মেসবাউল হক, ছাত্রনেতা আব্দুল্লাহ, হারুনুর রশীদ, কে এ জহা পলাশ, মাজেদ আলী, আবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নৌকার পক্ষে গণসংসোগ চালিয়ে যাবেন বলেও জানান সৈকত জোয়ার্দার।