• Friday, January 24, 2025

সংগঠনের ডাকে ভেদাভেদ ভুলে সকলে ঝাঁপিয়ে পড়বেন : যুবদল নেতা ওবাইয়েদ পাঠান

  • Oct 27, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ডাকে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ওবাইয়েদ পাঠান। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এ আহবান জানান তিনি।

বিএনপির তথা আমাদের যদি সুদিন ফিরিয়ে আনতে চান, মামলা রয়েছে পাঁচটা, দশটা, পনেরটা আমি বলি আর একটা হবে, আর একটা মামলা হবে তখন দেখবেন ঐ সূর্যদয় আমাদের। ঐ ১৫ টি মামলাও আর থাকবে না। সে সূর্যদ্বয় আসতে আর বেশি দিন সময় নাই। তাই আমি আবারও বলতে চাই সংগঠণের ডাকে যখনি ডাক পড়–ক না কেন আপনারা সকলে একযোগে কাজ করে যাবেন।

ওবাইয়েদ পাঠান আরো বলেন, আজ আপনারা দেখেছেন আমি ওবাইয়েদ পাঠান যুবদলের দায়িত্ব নেবার পর থেকে আমি উপহার দিয়েছি জেলা যুব দলের যুগ্ন-সাধারণ সম্পাদক শহীদুল হক হায়দারিকে। আজকে সে ভাইস চেয়াম্যান। আজকে দেখেন যুবদলের অনেক নেতাকর্মী ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়াম্যান আছে।

আমি যুব দলের সভাপতি তবিউল ইসলাম তারিফকে বলব, আপনি এমন একটি যুবদল তৈরি করেন যাতে পাঠান বলতে পারে এটা যুবদল থেকে পাওয়া। আমি আশা করি সামনে এ যুবদল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার হবে, উপজেলার চেয়াম্যান হবে, পৌর সভার মেয়র হবে। সংগঠণ যখন ডাকবে তখন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মূল দলকে আসতে হবে। তিনি আরো বলেন, আমাদের মধ্যে ইগোর সমস্যা আছে। আমি যুবদল করি স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে গিয়ে কি করব। এটা বন্ধ করতে হবে।

শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী গৌরবের ৪০ বছর উদযাপিত হয়। এ উপলক্ষে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নবাবগঞ্জ টাউন ক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। যুবদলের সভাপতি মো. তবিউল ইসলাম তারিফ সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান অনু। সভার শুরুতেই কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি মোবিনুর রহমান মিঞা, যুবদলের সাবেক সভাপতি ওবাইয়েদ পাঠান, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক শহিদুল হক হায়দারি, শ্রমিক নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা ও সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. জোনাব আলী প্রমুখ। সভায় যুব দলের বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় আরো বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। এ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল হাজতে প্রেরণ করেছে। নেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে।