• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুরে ওদুদ এমপির সভা

  • Oct 10, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুরে সংসদ সদস্য আব্দুল ওদুদ এলাকার কর্মীদের সাথে সূধী সমাবেশ করেছেন। পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে এ সমাবেশ হয়।

এতে সভাপতিত্ব করেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সফল সংসদ সদস্য আব্দুল ওদুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম শরিফ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিঞা, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান প্রমূখ। এ-সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আব্দুল ওদুদ এমপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মানবতার মা শেখ হাসিনাকে আবারও প্রধান করার জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে আব্দুল ওদুদের পক্ষে কাজ করার জন্য আহবান জানান।