• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে মাদকসহ আটক ৩ ব্যক্তি

  • Oct 10, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকার একটি ভাড়া নেয়া বাড়ি থেকে ৫টি চোরাই মোটর সাইকেলসহ খালেক জোলা (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া খালেক জোলা শিবগঞ্জের আজমতপুরের মৃত তসলিম উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৩টি মোটর সাইকেল চুরির মামলা ও ১টি অস্ত্র মামলার অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ জানান, খালেক জেলায় মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

অপর দিকে নাচোল থানা পুলিশের একটি টিম ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেন। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ার বিজিবি চেক পোস্টের কাছে ৬৮ বোতল ফেন্সিডিলসহ ১ যুবক কে গ্রেপ্তার করে ট্রাফিক পুলিশের সদস্যরা।