• Friday, January 24, 2025

শিবগঞ্জের শ্যামপুরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

  • Oct 26, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে বার্ষিক সম্মেলনের আয়োজন করে শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগ।

অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসতাউর রহমান আপেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন বিপুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।

উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান। এছাড়াও সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের বিভিন্নস্তরের ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেয়।