• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত ডাকাত হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার

  • Nov 23, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থেকে বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একদল চৌকস সদস্য দীর্ঘক্ষণ চেষ্টার পর এলাকার নামকরা ও কুখ্যাত ডাকাত মোটরসাইকেল চোরের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশনায় চৌকস গোয়েন্দা সদস্যদের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবাসহ শিবগঞ্জ চাটপাড়ার মফিজ এর ছেলে আহসান টোটা (৩২), আরগারার গিয়াস উদ্দিনের ছেলে ডাকাত লালচাঁন (২৬), একবর পুরের অস্ত্র ও হোরোইন ব্যবসায়ী রাজ্জাকের ছেলে একবর (২৮) কে হঠাৎপারা থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০ এর অধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকের মামলা চলমান রয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান অফিসার ইনচার্জ। তাদের গ্রেপ্তারে এলাকার মানুষকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।