• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা ও পথসভা

  • Nov 01, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে শহরে আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এশে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল ও সাধারণ সম্পাদক হালিমা খাতুনসহ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, শিবগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ,


শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা, নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি শোভন মাহমুদ, গোমস্তাপুর ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর, পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশ, নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি ওয়ালিদ হোসেন গালিব, আদিনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাকিরা খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত পত্রে ১১ জনের এ কমিটির সভাপতি সাকিনা খাতুন পারুল ও সাধারণ সম্পাদক হালিমা খাতুনকে অনুমোদন দেয়।

কমিটির অন্য সদস্য হচ্ছেন, সহ-সভাপতি মোছা. নূরজাহান বেগম, সহ-সভাপতি সাহিদা খাতুন রেখা, সহ-সভাপতি আইরীন পারভীন, সহ-সভাপতি সুলতানা রাজিয়া, সহ-সভাপতি হোজিনুর বেগম, সহ-সভাপতি নূরনাহার, সহ-সভাপতি শ্রী মতি রঞ্জনা সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আরা খাতুন রিমা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজলেমা বেগম।