• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে তফসিল ঘোষণা হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

  • Nov 08, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যার পর আসন্ন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শহরে আনন্দ শোভাযাত্রা

এ সময় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন প্রমুখ।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ হক রনি, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, ২ নং ওয়ার্ড যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম পলাশ, ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আলিমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নেতাকর্মী।
বক্তারা, সামনে নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে নৌকা প্রতীকের হয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

বক্তব্য দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলম

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।