• Friday, January 24, 2025

শিবগঞ্জের শ্যামপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

  • Nov 09, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৭ নং শ্যামপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি অনুমোদন পাওয়ায় ছাত্রলীগ শ্যামপুর শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শিক্ষা, শান্তি, প্রগতি এ স্লোগানকে সামনে রেখে ৭ নং শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. সামিরুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক মো. কবির আলী নির্বাচিত হওয়ায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে স্থানীয় ছাত্রলীগের শতাধীক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সভাপতি সামিরুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক কবির আলী শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা ও সাধারণ সম্পাদক আশিফ আহসানকে ধন্যবাদ জানিয়েছেন কমিটিকে অনুমোদন দেয়ায়। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দকেও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন পলাশ ও কবির।


উল্লেখ্য শিবগঞ্জ উপজেলায় নতুন করে ১২ ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। এ সব কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।