চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত
- Oct 06, 2018
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ শনিবার শেষ হয়েছে। মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক চিত্রলেখা নাজনিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দাউদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মোসা. মনোয়ারা খাতুন, শাহ-নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়র মো. আব্দুর রহিম, মাওলানা মো. হজরত আলী প্রমুখ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক আব্দুল মান্নান সরকার।
এর আগে বিকেল ৩ টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের অর্জন শীর্ষক রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম রিয়েলিটি শোটি সঞ্চালনা করেন। বিকেল সাড়ে ৪ টায় শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫ টায় সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সন্ধা ৬ টায় একক সঙ্গীত পরিবেশন করেন নিলিমা সাহা, সাদরুল ইসলাম তাজ, উত্তম দাস, শাহীন, লিটন, মিজান, বাবু। এরপর অনুষ্ঠিত হয় দলীয় নৃত্য। সাইফুল ইসলাম রানার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। ঝান্ডি গান পরিবেশন করেন বটতলা হাটের মহানন্দা ঝান্ডি দল। এরপর দ্বৈত নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
সবশেষে রাতে চাঁপাইনবাবগঞ্জের ব্যান্ড দল আফটার রেইন এর সদস্যরা গান গেয়ে সমাপনি মেলায় আগত দর্শকদের মাতিয়ে রাখেন বিভিন্ন গান পরিবেশনের মধ্য দিয়ে।