• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন ││সভাপতি পারুল, সম্পাদক হালিমা

  • Oct 31, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যকরী কমিটি। মঙ্গলবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাকিরা খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ১১ জনের এ কমিটির সভাপতি সাকিনা খাতুন পারুল ও সাধারণ সম্পাদক হালিমা খাতুন।

কমিটির অন্য সদস্য হচ্ছেন, সহ-সভাপতি মোছা. নূরজাহান বেগম, সহ-সভাপতি সাহিদা খাতুন রেখা, সহ-সভাপতি আইরীন পারভীন, সহ-সভাপতি সুলতানা রাজিয়া, সহ-সভাপতি হোজিনুর বেগম, সহ-সভাপতি নূরনাহার, সহ-সভাপতি শ্রী মতি রঞ্জনা সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আরা খাতুন রিমা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজলেমা বেগম।

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে মহিলা আওয়ামী লীগের এ কমিটিকে অনুমোদন দেয়।