• Saturday, December 21, 2024

মনোনয়ন ফরম জমা দিলেন গোলাম মোস্তফা বিশ্বাস এমপি

  • Nov 09, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিলেন গোলাম মোস্তফা বিশ্বাস এমপি । তিনি আজ ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম উত্তোলন করেন।

আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল থেকে মনোনয়ন দিবেন বলে জানান গোলাম মোস্তফা বিশ্বাস এমপি। 

উল্লেক্ষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ সকাল ১০টা থেকে। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। এর আগে বৃহস্পতিবার বিকালে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদেরকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

সাবে