• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় আওয়ামী লীগের কর্মী সম্মেলন ও গণসংযোগ

  • Nov 01, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মালেক (মানিক ডা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সফল এমপি আব্দুল ওদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. নজরুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. তরিকুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজিবুর রহমানম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম শরিফ, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলামসহ দলীয় বিভিন্ন অংগসংগঠণের নেতৃবৃন্দ।


এ ছাড়াও এলাকার নারী পুরুষও উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর আল-মামুন জর্জ।
পরে পলসা দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন আব্দুর ওদুদ এমপি। যা বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।