• Thursday, November 21, 2024

ছুটির দিনেও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন আব্দুল ওদুদ এমপি

  • Nov 02, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সরকারি ছুটির দিনেও আব্দুল ওদুদ এমপি বিভিন্নস্থানে শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১ টি সেতুর কাজের উদ্বোধন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কামিল আলিয়া মাদ্রাসায় প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন আব্দুল ওদুদ এমপি। সকাল সাড়ে ১০ টার দিকে তিনি এ কাজের উদ্বোধন শেষে মাদ্রাসার অফিসকক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। কামিল আলিয়া মাদ্রাসার সভাপতি ও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও সভাপত্বি করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব রুহুল আমিন। এ সময় মাদ্রাসার শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেল ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়নের ৩ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন আব্দুল ওদুদ এমপি। এমপি ওদুদ সেখানে ১ টি ব্রিজ ২ টি ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শলিম ডোলপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো. হাববুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলি। এরপর রামচন্দ্রপুর হাট ইউপি স্বাস্থ কমপ্লেক্স হতে পানি উন্নয়ন বোর্ড বাঁধ পর্যন্ত রাস্তায় মরা পাগলা নদীর উপর ৯৬ মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওদুদ এমপি।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর দারুল উলূম দাখলি মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন এমপি আব্দুল ওদুদ। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম কুতুব মিঞা। পরে কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আব্দুল ওদুদ এমপি। এসব কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।