• Wednesday, January 29, 2025

চাঁপাইনবাবগঞ্জে নৌকার প্রাথী আব্দুল ওদুদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

  • Nov 11, 2018

Share With

ডি এম কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ২ বারের সফল এমপি আব্দুল ওদুদের পক্ষে প্রথম মনোনয়নপত্র তুলেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ১৪ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যম্যে টাকা জমা দেয়া হয়।

রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. জামাল আব্দুল নাসের পলিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরিফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ইউসুফ, মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ হাসান।

আরো উপস্থিত ছিলেন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, রানিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আলী, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, চর-অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম বাচ্চু, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুস সালাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আসজাদুর রহমান মান্নুসহ নের্তৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে আব্দুল ওদুদ এমপি এবারও আশাবাদী নির্বাচনে অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।