• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে শাহনেয়ামতুল্লাহ কলেজের ৪০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে

  • Oct 27, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শাহনেয়ামতুল্লাহ কলেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, দৈনিক গৌড় বাংলা প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, স্টাফ কাউন্সিলের সম্পাদক মাহফুজুল হাসান ডন প্রমুখ। 

সভায় শফিকুল আলম ভোতাকে রেজিস্ট্রেশন কমিটির আহবায়ক করা হয়। রেজিস্ট্রেশন কমিটির কয়েকজন সদস্যও রয়েছেন। 

আগামী ১ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ৬০০ টাকা ও পুরাতন শিক্ষার্থীদের ৮০০ টাকা রেজিষ্ট্রেশন ফ্রি নির্ধারণ করা হয়েছে।