• Saturday, December 21, 2024

নাচোলের ইউএনও নাজমুল হককে বিদায় সংবর্ধণা

  • Oct 27, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের জেলার নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হককে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধণা দিয়েছে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। শনিবার দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে নাচোল নিউজ এর পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করেন উপদেষ্টা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সম্পাদক হাবিবুল্লাহ সিপন ও সহ-সম্পাদক অলিউল হক ডলার।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক শাকিল রেজা, রাজশাহী আইএইচটি প্রতিনিধি শামিউল হক, প্রতিনিধি আহম্মেদ আজিম, আল আমিন ইসলাম বিপু, হযরত আলী, ইসমাঈল হোসেন, মো. ইউনুস আলী অন্যরা। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি নাচোল উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।

যোগদানের পর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, ভূমি অফিসের বিভিন্ন জটিলতা নিরসন করেন। এছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক, বাল্য বিয়ে নিরোধে ভূমিকা পালন করেন।