• Friday, March 29, 2024

দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার রায় ২৯ অক্টোবর 

  • Oct 16, 2018

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে সোয়া তিন কোটি টাকা লেনদেনের মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত নবগঠিত অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এ আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক ছাড়াই রায়ের তারিখ ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলেন।

এর আগে গত রবিবার খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারাগারে বিচার চলবে না মর্মে আসামিপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

মামলাটিতে অপর আসামিরা হলেন, বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।