• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা বৃহস্পতিবার শুরু

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ আজ দৃশ্যমান বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। সরকার ও জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে গত ৩ বছর ধরে দেশের প্রতিটি জেলায়/ উপজেলায় জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আগামী ৪-৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এ-উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক উন্নয়ন মেলা সফল করতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগতিা কামনা করেন।

মেলায় ৮৬ টি স্টল অংশগ্রহণ করবে। স্টলে বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর/প্রতিষ্ঠান তাদের নিজস্ব উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করবে। এ-ছাড়াও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সেমিনার, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ও বিভিন্ন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে ৪ অক্টোবর সকাল ১০ টায় উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান এবং সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।