• Thursday, November 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি রাখালের মৃত্যু

  • Nov 09, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত বাংলদেশি রাখাল ফটিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ফটিক সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

গত বৃহস্পতিবার ভোররাতে একদল বাংলাদেশি রাখাল চরবাগডাঙ্গা সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের বাহুরা-পিরোজপুর বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে ফটিক আহত হয়। পরে আহত ফটিক বাংলাদেশে পালিয়ে আসলে তার পরিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


এ দিকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত ৪ টার দিকে ফটিক মারা যায়। এ ব্যাপারে ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এখলেশুর রহমান জানান, বিষয়টি লোক মারফত শোনার পর বিজিবির পক্ষ হতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে ফটিকের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন অভিযোগ করা হয়নি।