• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে আব্দুল ওদুদ এমপির উঠান বৈঠক ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন

  • Sep 23, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দিনব্যাপী এ-সব কাজের উদ্বোধন ও সামনে নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলার অরুণ বাড়িতে এলজিইডির আয়োজনে ও সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নন (এঝওউচ) প্রকল্পের আওতায় সকালে গোরস্থান বাউন্ডারী ওয়াল নির্মাণের উদ্বোধন করা হয়। এ-সব কাজের প্রাক্কলিত ব্যয় ৫ লাখ ২৫ হাজার টাকা।


দিনব্যাপী এমপি ওদুদের সাথে উপস্তিত ছিলেন, মো. আসজাদুর রহমান, মোজহারুল হক, মো. তাজেবুর রহমান, মো. ডালু, গোয়েন্দা অফিসার বজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভা গুলোতে নারী পুরুষের উপস্থিতি চোখে পড়ার মত ছিলো। ভবিষ্যতেও এ-ধরনের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদও আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।