• Sunday, December 22, 2024

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের আর্থিক অনুদান প্রদান

  • Nov 07, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক :  চাঁপাইনবাবগঞ্জে ১৫০ জন দুস্থ ও আসহায় মানুষকে ২ হাজার টাকা করে ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে। বুধবার সকালে এসব মানুষের মাঝে অর্থ বিতরণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন, সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে বিশেষ আর্থিক অনুদান হিসেবে এ টাকা প্রদান করা হয়।

এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দিন।