• Saturday, November 9, 2024

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ

  • Nov 10, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর দেবীনগর এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি চর দেবীনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে নাসিরুল ইসলাম নাসির (৩৬)।

সদর মডেল থানার এএসআই মো. রিপন আলি জানান, শনিবার রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিক্তিতে আমি ও আমার সঙ্গীয় ফোর্স নিয়ে চর দেবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করি।

 

 

 

এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।