• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সৈকত জোয়ার্দ্দারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Oct 28, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত (সৈকত জোয়ার্দ্দার) মতবিনিময় সভা করেছেন জেলার সাংবাদিকদের সাথে।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় শহরের একটি শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈকত জোয়ার্দ্দারকে মঞ্চে ডাকেন সভার সঞ্চালক নাচোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি এ কে জোহা পলাশ।
এরপর জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ডি এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শহীদুল হুদা অলক, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা আবু বাক্বার।

প্রথমেই রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিক শামসুল ইসলাম টুকু, সাজেদুল হক সাজু, জাকির হোসেন পিংকু, জোনাব আলী, মনোয়ার হোসেন জুয়েল, ইমতিয়ার ফেরদৌস সুইট, রফিকুল আলম প্রশ্ন করেন যার উত্তর দেন সৈকত জোয়ার্দ্দার। সব শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বক্তব্যে সৈকত জোয়ার্দ্দার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যায় ব্যক্ত করেন। তিনি নৌকা প্রতীকের হয়ে সামনে নির্বাচনে তাই মনোনয়ন পেতে সকলের সহযোগিতা কামনা করেন। বিগত দিনগুলোতে তিনি একমাত্র এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন দিবসে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এর মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। যা আগে কেউ করেনি বলেও জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকার হয়ে মনোনয়ন দেবেন।