• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে জলাহার স. প্রা. বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পোষাক ও টিফিন বক্স বিতরণ

  • Oct 31, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বুধবার জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। নতুন স্কুল পোষাক ও টিফিন বক্স পেয়ে স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

স্কুল প্রঙ্গনে বিতরণী অনুষ্ঠানে এ সব সামগ্রী তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার মান বৃদ্ধি করতে বর্তমান সরকার নানা রকম পরিকল্পনা গ্রহণ করেছে। তারি অংশ হিসেবে আজ এ নতুন স্কুল পোষাক ও টিফিন বক্সগুলো বিতরণ করা হলো।