• Saturday, December 21, 2024

গোমস্তাপুরে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা

  • Oct 31, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ২৮ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে।

বুধবার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও নগদ আদায় করা করে ভোক্তা অধিকারের টিম। অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে ১ টি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা, আদর্শ কৃষি বীজ ভান্ডারকে ১০ হাজার টাকা ও রহনপুর বীজ ভান্ডারকে ১০ হাজার টাকা, ভাই ভাই বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ চাঁপাইনবাবগঞ্জের ডিরেক্টর মো. শহিদুল ইসলাম। এ ছাড়াও নিরাপত্তার জন্য পুলিশও উপস্থিত ছিল।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।