• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক ২

  • Nov 04, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর থেকে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ। আটককৃতরা হলেন পাবনা জেলার আতাইকোলার তৈলকুপি গ্রামের জামাত আলী শেখের ছেলে পলাশ শেখ (৩৮) ও একই এলাকার মৃত রহিস মৃধার ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম জানান,  বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিস্তার রোধে পুলিশ ও ডিবি পুলিশ কাজ করে চলেছে। কি পরিমান মাদকদ্রব্য আটক হচ্ছে যা আজ দৃশ্যমান। আমি মাদকের বিস্তার রোধে কঠোর হস্তে দমনের জন্য সকল অফিসারকে নির্দেশ দিয়েছি।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সত্রাজিতপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দু ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।  

সত্রাজিতপুর এলাকায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৩-১০৩১) অভিযান চালিয়ে ৮শ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ পলাশ ও শহিদুলকে আটক করা হয়।