• Monday, May 20, 2024

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কর্মিসভা ও সূধী সমাবেশ

  • Nov 09, 2018

Spread the love

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ৩ নং ওয়ার্ডের শেহালা জগদিস রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের ওয়ার্ড শাখা আয়োজিত কর্মি সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. গুলজার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেড মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা মহীলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক, এনামুল হক, সদর থানা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা ও সাধারণ সম্পাদক লেলিন প্রামানিকসহ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।