• Sunday, September 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে অসহায়-দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

  • Jun 02, 2020

Share With

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে করোনা সংকটকালীন সময়ে অসহায় দুস্থদের মাঝে দেশরত্ন শেখ হাসিনার উপহার-খাদ্য  সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় কোর্ট চত্ত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা, পৌরসভা, সরকারি কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দের সঞ্চালনায় দুস্থমানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, সহ-সভাপতি ইমতিয়াজ মাসরুর কুইক, সহ-সভাপতি আতিকুর রহমান তাসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আসেফ সচ্ছ, যুগ্ন সাধারণ সম্পাদক হাসিব রাইহান ইমন, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান তাহসান মেরাজ ও সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রাহাত রাসিকসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।