• Sunday, September 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে সংসদ সদস্য আব্দুল ওদুদের মতবিনিময় সভা

  • Sep 28, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে সিডিসি মহিলা ফেডারেশন সংস্থার আয়োজনে শহরের টাউন ক্লাবের শিতাতপ নিয়ন্ত্রিত হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সিডিসি মহিলা ফেডারেশন সংস্থার সভাপতি মোসা. মুনিরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদেও ভাইস চেয়াম্যান মাওলানা সোহরাব আলী, পৌর সভার প্যানেল মেয়র-২ নূরুল ইসলাম মিনহাজ।

এ-সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি  শরিফুল আলম, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক জামাল আব্দুল নাসের, অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম, এ্যাড ইয়াসমিন সুলতানা রুমা, শান্তনা হক শান্তাসহ বিভিন্নস্তরের নেতা-কর্মীবৃন্দ।