• Friday, September 22, 2023

চাঁপাইনবাবগঞ্জে হজ্ব ও পবরর্তী জীবনে করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল

  • Sep 26, 2018

স্টাফ রিপোর্টার : হাজী সাহেবদের হজ্ব ও পবরর্তী জীবনে করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুনুর রশীদ, আলহাজ মাওলানা আব্দুল মমিন, আলহাজ মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মো. হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

শহরের ফুড অফিস সংলগ্ন আম বাগানে অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আলহাজ আব্দুল মান্নান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান হাজী সাহেবদের উদ্দেশে বলেন-আপনারা সমাজে সম্মানীয় ব্যক্তি, হজ্ব পালন করে যে অর্জন করেছেন তা সমাজের মানুষের কল্যাণে কাজে লাগাবেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে হাজী সাহেবগণ অংশগ্রহণ করেন। সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন এ অনুষ্ঠানের আয়োজন করেন।