• Tuesday, January 14, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের সমাবেশ

  • Oct 26, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা মহিলা লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দ্বারিয়পুর চৌহদ্দিচোলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ অনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালেদা আখতার কাকলী, সদর উপজেলা মহিলা লীগের সভাপতি মাতুয়ারা বেগম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আকতার।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান। এছাড়াও সদর আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করা হয়।