• Sunday, June 16, 2024

চাঁপাইনবাবগঞ্জের সিসিডিবি মোড়ে ছিনতাই : ছিনতাইকারী ১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Oct 26, 2018

Spread the love

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ শহরের সিসিডিবি মোড়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন সিমেন্ট ব্যবসায়ী আব্দুল মালেক (৪৬)। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নিকট চলন্ত মোটরসাইকেলের উপর হামলা করে টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় ব্যবসায়ী মালেক গুরতর আহত হলে তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইন চার্জ মো. জিয়াউর রহমান পিপিএম জানান, সে এলাকার ১ ব্যবসায়ী কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন।

দেশীয় অস্ত্রনিয়ে সে ব্যবসায়ীর উপর হামলা করে তার কাছে থাকা ব্যাগে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় সময় স্থানীয়রা মো. ইমন (২২) নামে একজনকে ধরে ফেলে। ইমনের বাড়ি নিমগাছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ইমনকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পরপরই অনান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি জিয়াউর রহমান পিপিএম।