• Friday, November 15, 2024

চাঁপাইনবাবগঞ্জ সদরের ধানের শীষ প্রার্থী, সাবেক সাংসদ হারুনের গণসংযোগ

  • Dec 25, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ও সাবেক সাংসদ হারুনুর রশীদ।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ও সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন তিনি।

এসময় সাবেক এমপি ও বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনুর রশীদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন হয়। অন্যদিকে আওয়ামীলীগ নেতারা গত ১০ বছরে দেশের মানুষের কষ্টার্জিত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর দেশের মানুষ গনতন্ত্র ফিরিয়ে আনতে
ধানের ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে। বিএনপির জনপ্রিয়তা দেখে সরকার
প্রশাসনকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের আটক করছে।

সাবেক এমপি হারুনুর রশীদ বিএনপি ক্ষমতায় থাকাকালীন সদর উপজেলার বিভিন্ন
উন্নয়নের কথা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনসাধারণের প্রতি
আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া, পৌর
বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি
রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল হক কমল, যুবদলের সভাপতি মাহমুদুর
রহমান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।