• Wednesday, January 15, 2025

নাচোলে চোলাইমদসহ আটক ২

  • Jul 17, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোলাইমদসহ দু’ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তিরা হলেন,নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ি উত্তর পাড়ার কৃষ্ণ’র ছেলে ক্ষিতিশ(৩০) ও রাজবাড়ি পূর্ব পাড়ার শ্রী চারু নুন এর ছেলে ফিলিপ নুন(৩০)।
নাচোল থানার ও’সি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানার এসআই লালন কুমার অভিযান চালিয়ে ক্ষিতিশ ও ফিলিপ নুনকে আটক করে। এসময় তাদের বাড়ি তল্লাশি করে ২০ লিটার দেশীয় চোলায় মদ জব্দ করে। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।