• Saturday, June 22, 2024

ফেসবুকের ১৫০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট

  • Nov 21, 2018

Spread the love

গত ছয় মাসে ১৫০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক। নিয়মিত তদারকির অংশ হিসেবে অ্যাকাউন্টগুলো ডিলিট করা হয়। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুধু ভুয়া অ্যাকাউন্টই নয়, নানাবিধ কারণে অনেক কনটেন্টও তারা ডিলিট করেছে। এর মধ্যে ‘স্প্যাম নীতি’ লঙ্ঘনের কারণে ডিলিট হয়েছে ১২০ কোটি কনটেন্ট।

এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর সাহায্য নিয়ে, সন্ত্রাসবাদী উস্কানিমূলক কনটেন্টের ৯৯ শতাংশই তারা সোশ্যাল সাইট থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে।