• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

  • Sep 03, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’ গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশী। গুলিবিদ্ধ শহিদুল ইসলাম (৩০) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

ভোলাহাট উপজেলার বাঙ্গাবাড়ি শিবরামপুর সীমান্ত এলাকা থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা শহিদুলকে উদ্ধার করে সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা

বিজিবির অধিনায়ক লে.কর্নেল খাদেমুল বাসার জানানচোরাকারবারি শহিদুলসহ কয়েকজন রবিবার রাতে ভারতে গিয়েছিল, এসময় ভারতের অভ্যান্তরেই গুলির ঘটনা ঘটে। পরে শহিদুল গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এসেছে বাংলাদেশে, তবে অন্য সহযোগীদের বিষয়ে কিছুই বলছে না শহিদুল। শুধু জানিয়েছে রবিবার ভোররাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে গুলির ঘটনা ঘটে

বিজিবি অধিনায়ক আরো জানান, বাম হাতের বাহুতে গুলিবিদ্ধ শহিদুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে