• Saturday, December 21, 2024

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, তাঁদের ত্যাগের বিনিময়েই বাংলাদেশ…ইঞ্জি. মাহতাব উদ্দীন

  • Aug 26, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক সোনামসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এই সমাবেশের আয়োজন করেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অংশ নেন। এতে অনুষ্ঠানস্থল কার্যত মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনীতে পরিণত হয়।

ঐতিহাসিক সোনামসজিদে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সমাধি প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন।

সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, তাঁদের ত্যাগের বিনিময়েই বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের বড় অর্জন। যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন, সার্বভৌম একটা বাংলাদেশ পেয়েছিলাম। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে অপরিসীম ভূমিকা ছিলো মুক্তিযোদ্ধাদের।ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গিয়েছিলেন। তার এক ডাকে গোটা বাঙালি জাতি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম।

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মুন্নত রেখে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে দেশকে উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, শিবগঞ্জ পৌর কমান্ডার মতিউর রহমান, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম বিএল, নয়ালাভাঙা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হযরত আলী, দুলর্ভপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলামসহ অন্যরা।

এর আগে মুক্তিযোদ্ধাদের ব্যাচধারণ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর জিয়ারত, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়।