• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩

  • Apr 08, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের নতুন আলিডাঙ্গা থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

আটক ৩ বিক্রেতা হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর লক্ষীপুরের ওয়াজেদ আলির ছেলে কাজল আলী (৩০), দুর্লভপুর ইউনিয়নের চর হাসানপুর গাইপাড়ার এজাবুল হকের ছেলে খাইরুল ইসলাম (৪৪) ও শিবগঞ্জ পৌরসভার নতুন আলিডাঙার একাব্বর আলির ছেলে নাইমুল আলী (৪৭)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান চাঁপাইবার্তাকে জানান, ইয়াবা কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওসিসহ এসআই আবদুস সালামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙায় অভিযান চালায়।

এ সময় নাইমুলের বাড়ি থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনার জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক নাইমুলসহ ৩ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৩ বিক্রেতা ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।