• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Jul 27, 2018

Share With

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ বকুল, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটনসহ জেলা উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।