• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে পাবনা কমিউনিটি ক্লাবের ঈদ পুনর্মিলনী

  • Sep 15, 2018

Share With

 

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে পাবনা কমিউনিটি ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় শহরের সন্ধা কমিউনিটি হলে এ-উপলক্ষে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে মুর্ছনা সঙ্গীত নিকেতনের শিল্পিবৃন্দ গান পরিবেশন করেন। এ-ছাড়াও পাবনা কমিউনিটি ক্লাব সদস্যদের সন্তানদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।


ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা কমিউনিটি ক্লাবের সভাপতি গণপূর্ত বিভাগেন নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট মো. বকুল হোসেন, গোয়েন্দা বিভাগের এএসআই গোলাম রসুল প্রমুখ।

অনুষ্ঠানে পাবনা কমিউনিটি ক্লাবের ৯০ জন সদস্য ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন। সবশেষে নৈশ ভোজ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।