• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবসে বিভিন্ন কার্যক্রম

  • Oct 09, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন, শিশু সমাবেশ ও পথ নাটক অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তাহমিনা আফরোজ ভূইয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ প্রতিনিধিবৃন্দ।

মানববন্ধন ও আলোচনা সভা শেষে বাল্য বিবাহ নিরোধে শিশুরা পথ নাটক পরিবেশন করে।