• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • Sep 02, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শবিবার দুপুরে অক্টয় মোড়ে যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, সাধারন সম্পাদক আবদুর রহমান অনু, সাবেক বিএনপি নেতা তৌহিদ আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এমএম জামান বাচ্চু, সহ-সভাপতি আতিক হাসান মুক্তা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসান ইমতিয়াজ, সাধারন সম্পাদক ওয়াকিলুর রহমান ও শ্রমিক নেতা আব্দুস সালাম প্রমূখ।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শবিবার সকালে দলীয় কার্যালয় পাশে সাবেক এমপি হারুনুর রশিদের বাসভবনের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকম সাহেদুল আলম পলাশ, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশা, সাংগঠনিক সম্পাদক বাবর আলী রুমন, সেচ্চাসেবক দলের জেলা সভাপতি আনোয়ার হোসেন ।