• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ঔষধ (ইনহেলার) বিতরণ

  • Nov 23, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৩ নভেম্বও শুক্রবার সকাল ১০ টায় অ্যাজমা সেন্টার এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অ্যাজমা সেন্টারের আয়োজনে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ (ইনহেলার) বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মামুনের পরিচালনায় ও জেলা সভাপতি ডা. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও চাঁপাই গম্ভীরা দলের নানা মো. মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শাহমুখদুম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.মো.আল-মামুন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাজমা ফাউন্ডেশনের পৌর শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, ফাউন্ডেশন অর্থ সম্পাদক রাসেল আহম্মেদ হীরা অন্যরা। পরে অতিথিবৃন্দ ঔষধ (ইনহেলার) বিতরণ করেন।