• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • Apr 12, 2019

Share With

`বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দেশকে মাদকমুক্ত করতেই হবে। মাদকমুক্ত দেশ গঠনের লক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশ স্বাধীনের পর সংবিধানে কঠোর আইন প্রণয়ন করেন’। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.সামসুল হক টুকু এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে সদর উপজেলা অডিটরিয়ামে মাদকবিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি এদেশে মাদকের অবাধ বিচরণ নিশ্চিত করেছিল। সারাদেশে যখন চারিদিকে মাদকের ছড়াছড়ি তখন দেশকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জাতির এই মহাসংকটে বিএনপির সহযোগিতার আহব্বান জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও মাদকবিরোধী মনোভাব থাকতে হবে। এমনকি দেশের নাগরিকদের জনপ্রতিনিধি নির্বাচনেও মাদকবিরোধী চিন্তা করতে হবে এবং মাদক ব্যবসায় জড়িত ও মাদকসেবীদের ভোট দেয়া হতে বিরত থাকতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাদকবিরোধী সমাজ গঠনে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। পারিবারিক সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমেই আগামী প্রজন্মকে মাদক থেকে রক্ষা করা সম্ভব। প্রতিনিয়ত খোঁজ-খবর নিলে এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখলে ছেলেমেয়েরা সর্বনাশা মাদক থেকে বিরত থাকবে। প্রত্যেকটি স্কুল-কলেজে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহব্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ভয়াবহতা তুলে ধরলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। ঐশীর ঘটনা থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। ধনী পরিবারের সন্তান ঐশী রহমান একজন মেধাবী শিক্ষার্থী হওয়া সত্বেও শুধুমাত্র মাদকের কারনেই অল্প বয়সেই ধ্বংশের পথে পা বাড়ায়। মাদক ব্যবহারে প্ররোচিত হয়ে বাবা-মাকে হত্যার দায়ে ফাঁসির রায় হয় তার বিরুদ্ধে। যা সারাদেশের সকল অভিভাবকদের চিন্তিত করে তুলে। তিনি জানান, আইন প্রয়োগের চেয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজ থেকে মাদক দূর করা সম্ভব। মাদকসেবীরা যেকোনভাবে আমাদেরই কাছের কেউ। তাই তাদেরকে মাদকের বিরুদ্ধে উৎসাহ প্রদানের মাধ্যমে তা থেকে দূরে রাখতে হবে।

ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকমুক্ত দেশ গঠনে আপনাদের ভূমিকা অনেক বেশি। আপনারা জুম্মার দিনে খুৎবায় মাদকের বিরুদ্ধে বয়ান করলে সমাজে অনেক পরিবর্তন আসবে। আপনাদের এলাকার মাদকসেবীর তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারাও কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ য আব্দুল ওদুদ, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক কর্নেল এসএম সালাউদ্দিন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বজলুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মুখলেশুর রহমান, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম ও সাংবাদিকবৃন্দ।