• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ

  • Oct 28, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে রবিবার সকালে বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কোর্ট চত্বর ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সম্পাদক শান্তনা হক শান্তা, সাংগঠনিক সম্পাদক আলো, পৌর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি জুঁই আক্তার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জবদুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা ইয়াসমিন বিথি, অ্যাডভোকেট ইয়াসমিন আরা খুসি প্রমুখ।

লিফলেট বিতরণের সময় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।